এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করেছে একটি অরাজনৈতিক স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন।
শনিবার (২৫ জুন ২০২২) বিকেলে ফাউন্ডেশন কার্যালয় হতে এক আনন্দ র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর সহ শহরের বিভিন্ন গুরুতপূর্ণ পয়েন্টে গিয়ে সর্বস্তরের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক।
এসময় শিক্ষক সংঘের সভাপতি অনিল চন্দ্র রায়, সহ সভাপতি শাহ আলম চৌধুরী স্বাধীন, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায় ও ফাউন্ডেশনের নারী শক্তি সহ
এ মিষ্টি বিতরণে সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।