শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল প্রতিনিধি। বৃহস্পতিবার (২৩) জুন ময়মনসিংহে নান্দাইল উপজেলার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আবেদীন খান তুহিনের নেতৃত্বে সকাল ৯টায় উপজেলা সদর ডাক-বাংলোর সামনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামীলীগের দলীয় পতাকা উত্তোলন সহ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের পরিচালনায় এক বিশাল আনন্দ র্যালী উপজেলা সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে ডাক বাংলোতে উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি নান্দাইল উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সরাফ উদ্দীন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাসেম লাভলু, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, গাংগাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদ্দুজামান নয়ন, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম শীউলি, উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন দিলূ, সদস্য মাহদিউল আলম সারোয়ার সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বাহার, সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কামরুজ্জামান ভূইয়া রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইদুর রহমান মন্টু প্রমুখ। পরে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালামের নেতৃত্বে, নান্দাইল পুরাতন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ মেজর জেনারেল আব্দুস সালাম (অবঃ) এর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদর অলি মাহমুদ মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠানে মিলিত হয়। এসময় বন্যা কবলিত দেশবাসী এবং জাতির জনক বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের মৃতব্যক্তিরদের নাম সহ দেশ ও জনগণের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিবুল্লাহ লিটন ও প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ জামাল আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (অবঃ), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, সাবেক ছাত্র লীগ নেতা আবু নাইম ভূইয়া ফারুক প্রমুখ।