বাবুল হোসেন, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় পাঁচবিবি পৌর পার্ক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে বারোয়ারী চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামছুর আলম দুদু, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহির উদ্দিন মন্ডল কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, আটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস আলী সরকার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তি, মহীপুর কলেজ শাখার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।