মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীর মা অভিযোগ করে বলেন আমার বাড়ির সামনে একটি চায়ের দোকান রয়েছে চায়ের দোকানে আমার মেয়ে মাঝেমধ্যে বেচা বিক্রি করতো এই সুযোগে লাল মিয়ার ছেলে হেলাল ও দেলোয়ার মোল্লার ছেলে নয়ন মোল্লা আমার দোকানে প্রায়ই আসতেন। হেলাল মোল্লা নয়ন মোল্লা আমার পাড়া প্রতিবেশী হঠাৎ একদিন আমার মেয়েকে হেলালের বাসায় ডেকে নিয়ে মুখ চেপে দুজনে পালাক্রমে ধর্ষণ করে। দীর্ঘদিন আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত কাল বাড়ি এসে জানতে পারি আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এলাকায় জানাজানি হলে হেলাল ও নয়ন বাড়ি থেকে পালিয়ে যায় বর্তমানে তারা পলাতক রয়েছে । এ বিষয়ে স্থানীয়রা বলেন ঘটনা সত্য গতরাতে এই ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান. লিটন মাস্টার কামাল উদ্দিন মোল্লা ও দেলোয়ারসহ আপস মীমাংসা করার জন্য বসেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে থানায় ও কোটে এখন পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।