মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ সুইট বাংলাদেশ অনুমোদিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ শে জুন) সকালে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসা চত্বরে প্রতিবন্ধী সহ ১২০ জন বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ফিজিও থেরাপি দেওয়া হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জয়পুরহাট, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন সমাজ কল্যান মন্ত্রালয়ের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এই ফিজিও থেরাপি প্রদান করা হয়। চিকিৎসা স্থলে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,নাজমুল হক, বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বাবু দুলাল অধিকারী ও স্কুলের নির্বাহী সচিব দীপঙ্কর অধিকারী (রিপন) রোগীদের চিকিৎসা প্রদান করেন চিকিৎসক মোস্তাফিজুর রহমান (ফিজিও থেরাপি বিশেষজ্ঞ) সহ আরো অনেকে।