পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরের লালপোলে শনিবার রাতে ইয়াবাসহ আকবর হোসেন সিফাত (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা(ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মো. মোতাব্বির হোসেন, এএসআই সামছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রাত ৯টার দিকে লালপুল কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন এলাকা থেকে সিফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কাজী মোকাব্বির হোসেন বাদি হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
স্থানীয়রা জানায়, রাজনৈতিক পদপদবীর আড়ালে সিফাত এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। সে কালিদহ ইউনিয়নের কেওড়া গ্রামের জামশেদ সওদাগরের ছেলে।
সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান রাজু জানান, এ ধরনের কোন বিষয় তার জানা নেই। ইয়াবা সহ গ্রেফতারের বিষয়ে খোঁজ নেয়া হবে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করেন।