পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর তাকিয়া রোডে ভেজাল মসলা তৈরীর দায়ে ক্রাশিং মিল মালিকের ৪৫ হাজার টাকা জরিমানা করেছে টাস্কফোর্স।মঙ্গলবার ১৫ জুন দুপুরে এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী শহরের তাকিয়া রোডে মঙ্গলবার দুপুরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করায় আবদুল কুদ্দস ক্রাশিং মিল, জহির এন্টারপ্রাইজ ক্রাশিং মিল ও হায়দার ক্রাশিং মিলকে বিএসটিআই এর অনুমোদন না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ৩০০৯ এর আওতায় তিনটি মামলায় তিন ভেজাল কারখানার মালিককে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন পুলিশ ও আনসার সদস্যরা।