মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে লাবনী আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী একই এলাকার হাসান মাতুব্বরের মেয়ে ও আলীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত লাবনী তার মায়ের সাথে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে ফোন দিয়ে তার মেয়ে লাবনীকে ডেকে দিতে বলেন। পপি আক্তার গিয়ে দেখেন দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পরে কোন সাড়া না পেয়ে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ডুকে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন সম্পন্ন হয়েছে।