তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় হত্যা মামলাসহ ১২ টি মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত কৈলাস প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় । গ্রেফতার কৃত শৈলাস প্রধান গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত রাধা চরনের ছেলে ।
গতকাল ১৪ জুন সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ।
সংবাদ সম্মেলনে জানানো হয় , দীর্ঘ কয়েক দিনের গোপন অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ গত ১৩ ই জুন সকালে বগুড়া জেলার সোনাতলা থানার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর চরে মেয়ের শ্বশুর বাড়ি থেকে শৈলাসকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরের খাটের নিচ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।
পুলিশ জানায় , আসামি শৈলাসের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা , তিনটি ডাকাতি মামলা ,একটি চাঁদাবাজি মামলা ,চারটি চুরির মামলাসহ মোট ১২ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে । এরমধ্যে গাইবান্ধা সদর থানায় দুইটি সাজাপ্রাপ্ত এবং চারটি জি আর পরোয়ানা মূলতবী রয়েছে।