শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নান্দাইল উপজেলা জাহাঙ্গীরপুর ইউনিয়ন গাঙ্গিনাপাড়ের চা-বিক্রেতা চান মিয়ার ছেলে রাকিব সড়ক দুর্ঘটনায় গতকাল (১১ জুন) তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় ১৩ দিন আগে সৌদি আরব যায় রাকিব। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রাকিব- প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয় সৌদি আরব যেতে, যেখানে প্রায় ৩ লক্ষ টাকায় ছিলো ধার ও ঋণ করে নেওয়া। পরিবার সূত্রে জানা যায় রাকিবের একটি দেড় বছরের শিশু বাচ্চাও রয়েছে। রাকিবের মৃত্যু,সাথে ৩ লক্ষ টাকা ধার ও ঋণ দায়ে – পরিবার দিশেহারা হয়ে পড়ছে। পরিবারের স্বপ্ন ছিল- রাকিব বিদেশে গিয়ে – অভাবের সংসারে হাল ধরবে।