টাঙ্গাইল প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। ১৩ জুন সোমবার সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান ( হবি) এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র অন্যতম সদস্য মো. রবিউল আউয়াল (লাভলু), সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, সদস্য মো. সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আলী (রানা), যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম (স্বপন), যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়র রেজাউল ইসলাম (রেজা), যুগ্ম আহবায়ক মীর আবুল কালাম (রতন), যুগ্ম আহবায়ক খন্দকার ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহবায়ক মো. রফিজ উদ্দিন ও যুব দল, সেচ্ছাসেবকদল ছাত্রদলের ও বিভিন্ন উইনিয়নে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নাগরপুর বাসীর নিকট দোয়াপ্রার্থনা করেন। সরকারের নিকট নেত্রীর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানানোর পাশাপাশি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় চাল, তৈল, গ্যাস সহ সকল দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারনের দাবী জানান।