শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ২০২১-২২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপে প্রায় ৭ কোটি টাকা কাজ না হওয়ায় সম্পূন্ন টাকা অব্যয়িত অবস্থায় ফেরত গেছে। অনুসন্ধানে জানাগেছে, সারা দেশে ১৫টি উপজেলায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উল্লেখিত খাতে “পাইলট প্রকল্প” নামে অনুমোদন প্রদান করা হয়। নান্দাইল উপজেলায় ১ হাজার ৯ শত ৯৭জন শ্রমিক অতিদরিদ্র হিসাবে তালিকাভূক্ত করে নান্দাইল উপজেলার তালিকা অনুমোদন দেয়া হয়। প্রথম দফায় ৪০দিনের জন্য প্রতি শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা হারে ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু ১ম দফায় নান্দাইলে কোন কাজ না হওয়ায় সাকুল্য টাকা ফেরত যায়। পরবর্তী সময়ে পুনরায় ২য় দফা ১৯৯৭ জন শ্রমিকের জন্য পুনরায় ৩ কোটি ১৯ লাখ ৫২হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু অতিদরিদ্রদের নামের তালিকা অনুমোদন না হওয়ায় ২য় দফায় নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে কোন কাজ হয়নি। এদিকে বর্তমান অর্থ বছর শেষ হওয়ার পথে। অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপে নান্দাইলের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকা সরকারী কোষাগারে পুনরায় ফেরত গেছে। এতে করে ২ দফায় কর্মসৃজন প্রকল্পের কাজ না হওয়ায় ৬ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা কোন কাজে আসে নাই। নান্দাইল উপজেলার ত্রান ও পুনবাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম জানান, উপকারভোগী শ্রমিকদের তালিকা নিয়ে জটিলতায় থাকায় চলতি অর্থ বছরে নান্দাইল উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে কোন কাজ না হওয়ায় প্রায় ৭ কোটি টাকা সরকারী কোষাগার থেকে উত্তোলন করা সম্ভব হয়নি।