বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মূলহোতা রবিউল ইসলাম (২০) কে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা সোনারায় গ্রাম হতে তাকে আটক করা হয়। এসময় অপহৃতা ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তিনজনের সহযোগিতায় সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায় বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউপির হাড়িভিটা গ্রামের মোঃ মজনু রহমানের পুত্র রবিউল ইসলাম (২৪), একই গ্রামের জামাল হোসেনের পুত্র সোহাগ(২১), মৃত ওসমানের পুত্র সুমন (২১) ও আহম্মদপুর গ্রামের গুলজার হোসেনের পুত্র রবিউল ইসলাম(২০)। এ ব্যাপারে ঐ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গত ১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে মামলার তদন্তকারী এসআই আনিস-২ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণের মূল হোতা রবিউল ইসলামকে আটক করে। সে গাবতলী উপজেলার হাড়িভিটা গ্রামের মজনুর রহানের পত্র। এ মামলার অন্যান্য আসামি পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মোঃ আব্দুস সালাম এর পুত্র জসিম (৪০),তার কন্যা মৌসুমী(১৮) একই গ্রামের মো:তয়েজ উদ্দিনের কন্যা মোছ: দিলজন(৪০), বগুড়া জেলার গাবতলী উপজেলার হাড়িভিটা গ্রামের জামাল হোসেনের পুত্র সোহাগ(২১) ও মৃত ওসমান এর পুত্র সুমন(২১) এবং আহম্মদপুর গ্রামের গুলজার হোসেনের পুত্র রবিউল ইসলাম ( ২০)পলাতক রয়েছে।