দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পাকিস্তানে প্রতি লিটার রান্নার তেলের দাম বাড়ানো হয়েছে ২১৩ রুপি আর ঘির দাম বাড়ানো হয়েছে ২০৮ রুপি। এতে দেশটির বাজারে ভোক্তাপর্যায়ে ভোজ্য তেলের দাম দাঁড়িয়েছে ৬০৫ রুপি, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, তেলের উচ্চমূল্যের পরও খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না।
করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করে বলেন, রান্নার তেলের এই মূল্যবৃদ্ধির বিষয়ে ইউএসসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং বুধবার থেকেই সেটি কার্যকর হয়েছে।
পাকিস্তানের বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) সেক্রেটারি-জেনারেল উমের ইসলাম জানিয়েছেন, রান্নার তেল প্রস্তুতকারীরা ইউএসসিকে ক্রেডিট করে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, কর্পোরেশন উৎপাদনকারীদের কাছে বকেয়া থাকা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি।
তিনি জানান, করাচি বন্দরে প্রায় ১ লাখ ৬০ হাজার টন পাম তেলের মজুদ রয়েছে যা তিন সপ্তাহ ভালোভাবে ব্যবহার করা যাবে। গত ২৩ মে ইন্দোনেশিয়া পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞা তোলার পরও পাকিস্তানে ইন্দোনেশিয়ার তেলের সিঙ্গেল কোনো জাহাজ যাত্রা করেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version