মোঃ বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫ প্যাকেট ভারতীয় (অফিসার চয়েজ) মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্প্রতিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সুত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ধরঞ্জী ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ প্যাকেট ভারতীয় অফিসার চয়েজ মদসহ ধরঞ্জী গ্রামের ইব্রাহিমের পুত্র আনোয়ারুল ইসলাম (৩১) ও একই গ্রামের জবাইদুল ইসলামের পুত্র জনি আলী রতনপুর গ্রামের নবির কবিরাজের পুত্র মোঃ হাসু (৩০)কে গ্রেফতার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে প্রত্যেকের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা রয়েছে।