দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে চুরি করতে গিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের নৈশপ্রহরীকে কোপানোর ঘটনায় মো: কফিল উদ্দিন (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: কফিল উদ্দিন ছাগলনাইয়া থানার পশ্চিম দেবপুর গ্রামের মো: কবির আহমদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ১০ মে ভোর সাড়ে ৪ ঘটিকার সময় ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের আজিজ উল্লাহ ভূঁইয়া প্রকাশ মানিকের নির্মাণাধীন বিল্ডিং ঘরের দেয়াল টপকে সঙ্গবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্রসহ চুরি উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা বিল্ডিং এর নিরাপত্তা প্রহরী মো: মহসীনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার চেষ্টাকরে এর মধ্যে মহসীনের ঘুম ভেঙে যায় এবং তাদের সাথে অনেকক্ষণ ধস্তাদস্তি হয় তার।ধস্তাদস্তির একপর্যায়ে নিরাপত্তা প্রহরী মো: মহসীনকে দেশীয় অস্ত্র দিয়ে উরুতে, হাতে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপিয়ে মারাত্মকভাবে জখম করে। মহসীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে কফিল উদ্দিন দেয়াল টপকে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় মহসিনের স্ত্রী মরিয়মের নিছা ফুলগাজী থানায় এজাহার দায়ের করলে ফুলগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে আসামি কফিল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বে ফুলগাজী থানা সহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version