কুবি প্রতিনিধি: ঈদ উল ফিতর বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি তাদের আনন্দ, উৎসব করা দুটি দিনের মধ্যে একটি। এ দিনটি সকলেই তার পরিবারের সাথে কাটাতে চায়। কিন্তু অনেক সময় সম্ভব হয়ে উঠে না। বাংলাদেশে ইতোমধ্যে কয়েক দফায় ঈদ পালন হয়েছে। কিন্তু এই ঈদের ছুটিতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে প্রিয় ক্যাম্পাসে। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেয়েদের হল নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কোন মেয়ে ঈদের ছুটিতে হলে অবস্থান করছেন না বলে জানা যায়।কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ জন শিক্ষার্থী, কাজী নজরুল ইসলাম হলে ৪ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫ জনের মতো শিক্ষার্থী অবস্থান করছেন। ঈদে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে জার্মান ত্রিপুরা একজন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। তার বাড়ি রাঙামাটিতে। তিনি ক্যাম্পাসে ঈদ উদযাপনের ব্যাপারে বলেন, ‘ঈদের দিনে আনন্দটাই আসলে অন্যান্য দিন থেকে একটু আলাদা,যদিও ছুটিতে বাড়িতে যাওয়া হয়নি এবার। ঈদের সময় ক্যাম্পাসেই ছিলাম। আমি খ্রিষ্টানধর্মালম্বী তাও ঈদ আসলে আমার অনেক ভালো লাগে। চারদিকে মানুষের আনন্দটা আরো উজ্জীবিত করে তোলে নিজেকে। এই দিনটাই আমার জীবনের শ্রেষ্ঠ দিনের মধ্যে একটি। সকলকে ঈদের শুভেচ্ছা ।’ জার্মান ত্রিপুরার মতোই ক্যাম্পাসে ঈদ উদযাপন করেছেন বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রিফাত। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। পরিবার ছেড়ে ক্যাম্পাসে ঈদ উদযাপনের ব্যাপারে তিনি বলেন, ‘পরিবার পরিজন ছাড়া ক্যাম্পাসে ঈদ উদযাপন করার অনুভূতিটা একটু অন্যরকম। প্রথমত কিছুটা বিষন্নতা মনে আসলেও প্রকৃতিঘেরা নিরিবিলি পরিবেশ সেটাকে কাটিয়ে দিয়েছে। কিছু সংখ্যক বন্ধু-বান্ধব, সিনিয়র জুনিয়র এবং কয়েকজন স্যারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হয়েছে। সবমিলিয়ে ক্যাম্পাসে ঈদের আনন্দ উপভোগের কোন কমতি ছিল না।’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ঈদ আনন্দের বিষয়। বিভিন্ন হলেই কয়েকজন রয়ে গিয়েছে। যারা হলে অবস্থান করছে এই মুহূর্তে তারা রেজিষ্ট্রি খাতায় নাম লিখিয়েই রয়েছে। একেক জনের কাছে আনন্দ একেক রকম। এটা তাদের ব্যক্তিগত বিষয়। উল্লেখ্য, ঈদ উল ফিতর উপলক্ষে ২২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।