তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবক নিহত হয়েছে । মঙ্গলবার (০৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আনজু ডাক্তারের ছেলে। স্থানীয়রা জানান, ছেলেটি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা পিছলে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বাপ্পী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন