দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা,এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় আইন সহায়ত দিবস পালিত হয়েছ। দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে শহরের জজ কোর্টের থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সুলেখা দে”র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো.সুমন মিয়া, সহকারী সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছত্তার, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. রবিউল রেইস রোকেস, সাধারন সম্পাদক এড. আবু তাহের মো. রুহুল আমীন, সহকারী কৌশলী এড. আখতারুজ্জামান আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ড. মো. খায়রুল কবির রুমেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. নান্টু রায় ও উপকারভোগী মোছা. তানজীনা বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,এড. বিশ্বজিৎ চক্রবর্তী, এড.সবিতা চক্রবর্তী,এড. দেবাংশু শেখর দাস,এড. হিমেল আহমদ প্রমুখ। বিজ্ঞ বিচারক ও আলোচকগন বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে(গ্রাম) আইনের শাসন প্রতিষ্ঠায় এবং যারা সমাজের অসহায় ও নির্যাতিত মানুষজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে অর্থের অভাবে সত্যিকারের আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বিনা টাকায় বিঞ্জ আইনজীবি দ্বারা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইতিমধ্যে সফলতা এসেছে। আগামীতে সমাজের নির্যাতিত নারী,শিশু ও বৃদ্ধারা যেন বিনা টাকায় ন্যায় বিচার পান সেই লক্ষ্যে এই লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দরা কাজ করে যাওয়ার অঙ্গীকার পূর্নব্যক্ত করেন। পাশাপাশি সমাজে বিভিন্নভাবে নির্যাতিতদের পাশে দাঁড়াতে এবং আইনের শাসন ও প্রয়োগ নিশ্চিত করতে জেলা,উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সমাজের সচেতন মানুষদের স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের মধ্য (এওয়ারনেস ) জনসচেতনা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কমিটির সদস্যরা গ্রামগঞ্জে সভা সমাবেশের কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version