মোঃ বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১৯ টি মাদক মামলার আসামীকে ৪০ পিচ ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে আফজাল হোসেন(৪৩)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে গ্রেফতার করেছে। উক্ত আসামীএকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে(শুক্রবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।