দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেড় মিনিটের মাথায় গোল করে দুর্দান্ত শুরু করে ম্যানচেস্টার সিটি। ১১ মিনিটের মধ্যে স্কোরলাইন ২-০ করে সিটিজেনরা। শুভ সূচনার পর ম্যাচের শেষ পর্র্যন্ত আক্রমণে ধার দেখিয়েছে পেপ গার্দিওলার দল। ৪-৩ গোলের জয়ে খেলোয়াড়দের ওপর এতটাই সন্তুষ্ট যে, ফুটবলারদের কাছে আর কিছুই চাওয়ার নেই সিটি কোচের।
ম্যাচে ম্যানচেস্টার সিটি দুই গোলের ব্যবধানে এগিয়ে ছিল তিনবার। দল যেভাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে তাতে খুশি গার্দিওলা। ম্যাচশেষে বিটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সিটি কোচ বলেন, ‘আজকের ম্যাচটি ম্যানচেস্টার শহর ও সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের জন্য দারুণ গর্বের ছিল।’

গার্দিওলা বলেন, ‘আমরা মাঠে যা করেছি তা দুর্দান্ত। আমরা সুযোগ তৈরি করেছি। গোল করেছি। আমি আর কী চাইতে পারি আমার দলের কাছে। আমি এখন আমার খেলোয়াড়দের আরাম করতে বলেছি।’
চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে সেমিফাইনালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দলের তিনটি করে গোল করার ঘটনা ঘটল

এর আগে ১৯৯৯ সালে বায়ার্ন মিউনিখ আর দিনামো কিয়েভের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে এমন কিছু ঘটেছিল। গার্দিওলা মনে করেন, ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল। তিনি বলেন, ‘দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। দৃষ্টিনন্দন একটি খেলা হয়ে গেলো।’

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদ ও তাদের কোচ আনচেলত্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাঠে তারা দুর্দান্ত খেলেছে। একই সঙ্গে একটা জিনিস আমরা প্রমাণ করেছি, আমরা রিয়াল মাদ্রিদের সম পর্যায়ের দলই।’
গার্দিওলার সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতাটা বেশ পুরনো। বার্সেলোনার সাবেক কোচ বেশ ভালোই জানেন রিয়ালের মাঠে জয় পেতে ঠিক কী করতে হবে। তিনি বলেন, ‘আমাদের পারফরম্যান্স অবশ্যই ব্যতিক্রমী। কেউ বলতে পারবে না আমাদের খেলা ভালো হয়নি। তবে আমরা জানি ফাইনালে উঠতে হলে আমাদের মান আরো বাড়াতে হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version