দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘ভাষা-সাহিত্য পত্রিকা’র দ্বিতীয় সংখ্যা (বৈশাখ-১৪২৮) প্রকাশিত হয়েছে। গতকাল (২৪ এপ্রিল) এর মুদ্রিত সংস্করণ হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন পত্রিকাটির সম্পাদক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

পত্রিকার সম্পাদনা পর্ষদে সম্পাদক হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী ছাড়াও সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ও ড. তসলিমা খাতুন। এছাড়া বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল ইসলাম (শামীম রেজা)।

পত্রিকাটির সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, এবারের সংখ্যায় বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ও ভারতের দুইটি বিশ্ববিদ্যালয়ের মোট ষোলোজন প্রবন্ধিকের লেখা ছাপানো হয়েছে। প্রতিটা লেখা প্রকাশের ক্ষেত্রে দ্বি-স্তরীয় (পিয়ার রিভিউড) মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

গবেষণা পত্রিকার দ্বিতীয় সংখ্যা বের করার অনুভূতি বলতে গিয়ে পত্রিকার সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগ থেকে ‘ভাষা-সাহিত্য পত্রিকা’ প্রকাশ করা হয়, যা একটি বিভাগের শিক্ষা-গবেষণা কাজেরই অংশ বলে মনে করি। বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রথিতযশা সাহিত্যতাত্ত্বিক-গবেষকদের প্রবন্ধ প্রকাশিত হওয়ায় এর পরিসর বিস্তৃত হয়েছে। জার্নাল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশের বাইরে ভারত থেকে বেশ কয়েকজন প্রাবন্ধিক এই সংখ্যায় লিখেছেন। এই সম্পর্কে পত্রিকার সম্পাদক বলেন, এই পত্রিকাটিকে আমরা আন্তর্জাতিক মানেরও বলতে পারি। প্রথম সংখ্যা থেকেই আমরা আন্তর্জাতিক আইএসএসএন(ISSN) নম্বর দিয়ে প্রকাশ করেছি। তাছাড়া বাংলাদেশের বাইরে থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাবেত্রী নন্দী চক্রবর্তীর মতো লেখকরাও লিখছেন এখানে সেক্ষেত্রে এটাকে আন্তর্জাতিক প্রকাশনাও বলা যায়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একক কোনো বিভাগের জার্নাল শুধু বাংলা বিভাগ থেকেই প্রকাশিত হয়। এর আগে ‘ভাষা-সাহিত্য পত্রিকা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ঐ জার্নালে বাংলাদেশ ও ভারতসহ মোট তেরো জন শিক্ষক-গবেষকের প্রবন্ধ ছাপানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version