এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন(৬) নামে এক শিশুর ও অপর দিকে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নে রামগঞ্জ নামক স্থানে শমসের আলী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৭/এপ্রিল) সকালের দিকে নীলফামারী-জলঢাকা সড়কের দক্ষিণ দেশিবাই ডাক্তার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার দুলাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ছাগল নিয়ে সড়ক পার হওয়ার সময় ঘটনাস্থলে নীলফামারীগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে । বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির জানান,প্রয়োজনীয় পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। ওপর দিকে নীলফামারীর টুপামারীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে।নীলফামারী-রামগঞ্জ সড়কের রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলীর বাড়ি ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের ফুটানির হাটে