স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাও. সৈয়দ জয়নুল ইসলাম ও মাও; সাজাউর রহমান সাজওয়ার এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্বে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নায়েবে আমীর মাওঃ রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি হিসেবে ব্কব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওঃ আব্দুল আজিজ, কেন্দ্রিয় জমিয়তে ইসলাম এর সহ-সভাপতি মাওঃ আব্দুল বাছির, জেলা খেলাফত মজিলস নেতা মাওঃ নুর উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন শায়খ মাওঃ ওয়াসিম, মাওঃ সাজিদ আহমদ, মাওঃ আব্দুল জলিল, মাওঃ তাজাুল ইসলাম, মুফতি তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।