বাবুল হোসেন। জয়পুরহাটে র্যাবের অভিযান চালিয়ে ৫ কেজি শুকনা গাঁজা সহ শাহিন আলম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের টেকাতোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহিন আলম সদর উপজেলার হাতিগাড়া তুর্নাট পূর্বপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র। রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, জেলায় মাদক দ্রব্য নির্মুলে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতর জয়পুরহাট সদর উপজেলার পুরানপৌল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের টেকাতোলা গাছের মোড়ে অভিযান পরিচালনার সময় ৫ কেজি শুকনা গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। শাহিন আলম দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করত বলে র্যাবের নিকট স্বীকার করেছে। পরে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।