দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) Come for Road Child (সিআরসি) কর্তৃক গোপালগঞ্জস্থ মান্দারতলার গুচ্ছগ্রামে পথশিশুদের নিয়ে একটি ইফতারে মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার (১৬ এপ্রিল) সুবিধাবঞ্চিত প্রায় ১৬০ জন শিশু ও মানুষের মাঝে ইফতারি বিতরণের আয়োজন করে তারা । বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকার মধ্যে তারা তাদের এই ইফতার মাহফিল সমাপ্ত করেন। ইফতারের এমন আয়োজনে শিশুদের মাঝে চারদিকে ছোটাছুটি, আনন্দ উচ্ছাস লক্ষ করা যায়। তাছাড়া শিশুরা তাদের অন্যান্য খেলার সাথীদের ডেকে নিয়ে আনন্দের সাথে ইফতারেও অংশ নিতে দেখা যায়। আয়োজন বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি রাফিউজ্জামান ওয়াসিক জানান,”প্রতি বছর রমজানে শিশুদের নিয়ে আমরা ইফতার করি, এবারেও করেছি প্রায় ১২০ শিশু ও ৪০ জন অসহায় মানুষ এবং সর্বমোট প্রায় ২২০/২৩০ জন কে নিয়ে। আমাদের প্রত্যেকের নিজ নিজ আত্মতৃপ্তি ও পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের পাশে থাকার জন্য সব বাচ্চাদের নিয়ে এভাবে আমরা প্রতি বছর ইফতার করি।” বিষয়টি নিয়ে সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান বলেন,”আলহামদুলিল্লাহ প্রতিবারের মত এবার ও প্রায় ২২০-২৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সি.আর.সি কর্তৃক ইফতারের আয়োজন করা হয়। এবার আমরা মান্দারতলার গুচ্ছগ্রামের শিশুদের সাথে ইফতার করছি।যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।” তিনি আরও বলেন, “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত ” এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে মানুষের সেবার নিয়োজিত করতে চাই। সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন আর সুবিধাবঞ্চিত না থাকে সেই লক্ষ্যে আমরা একদিন পৌঁছাবোই,ইনশাআল্লাহ। প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই সিআরসি বশেমুরবিপ্রবি শাখা সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, বৃদ্ধ ও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে চলেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version