কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়া হাউজিং চাঁদাগাড়া মাঠে মঙ্গলবার সকাল ৯ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, যুগ্ম সম্পাদক সাদাত উল আনাম পলাশ, নির্বাহী সদস্য ও বিভাগীয় ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন, নির্বাহী সদস্য সাব্বির মোঃ কাদেরী সবু, আলমগীর কবির হেলাল, শামসুদ্দিন বিশ্বাস সামু, হাবিবুর রহমান বাপ্পী, আনিসুর রহমান আনিস, আফরোজা আক্তার ডিউ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট খেলায় কুষ্টিয়ার চারটি দল অংশগ্রহণ করে কুষ্টিয়া জেলা স্কুল, জিকে হাই স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, উদ্বোধনী ম্যাচে প্রথম দিনে মাঠে নামে কুষ্টিয়া জেলা স্কুল ও কালেক্টরেট স্কুল। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে বিজয়ী হয়।