দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুর রহমান, ঝালকাঠি ।। ঝালকাঠি সরকারি কলেজ থেকে এ বছর দেশের সরকারি মেডিকেল (এমবিবিএস) কলেজে পড়ার সুযোগ পেয়েছেন রাতুল হাসান। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। সোমবার (১১ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।। এদিকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদ সম্পাদক ও৷ ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মাসুম বিল্লাহ প্রমুখ। মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত মো. রাতুল হাসানের সাথে একান্ত আলাপচারিতায় জানাগেছে, সদর উপজেলার আজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন ও গৃহিনী মোসা. ফেরদৌসী ইয়াসমিন দম্পতির এক কন্যা ও একপুত্র সন্তানের মধ্যে রাতুল কনিষ্ঠ। সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের রমনাথপুর গ্রামের বাসিন্দা তারা। ২০০৪ সালের ১৯ মার্চ রাতুলের জন্ম হয়। ২০১০ সাল থেকে বাবার হাত ধরেই মাদ্রাসায় শিক্ষাগ্রহণের যাতায়াত শুরু। ২০১৪ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ ৪.৮৩, ২০১৭ সালে জেডিসি পরীক্ষায় .৮৫, জেডিসি পাশ করে চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ২০১৯ সালে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সরকারী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ইতিমধ্যে রাতুলের মা দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন। প্রয়োজন হয় অপারেশনের। মধ্যবিত্ত পরিবারের একমাত্র শিক্ষক বাবার উপার্জন দিয়ে দেখেছি কতটা কষ্ট হয়েছে মাকে সুস্থ্য করতে। তখন থেকেই মনের মধ্যে লক্ষ্যনির্ধারণ করে পড়াশুনার গতি এগিয়ে নিতে থাকে। সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সরকারি কলেজের শিক্ষকমন্ডলীর দক্ষ নির্দেশনা, মায়ের অনুপ্রেরণা ও বাবার পরিচালনার সমন্বয়ে এইচএসসি উত্তীর্ণের পরে নিরলস প্রচেষ্টায় সাফল্যের সিঁড়িতে পৌছতে সক্ষম হয়েছি। সবার দোয়া পেলে কাঙ্খিত লক্ষ্যে পৌছে এ বিষয়ে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের অবদানে কলেজটির ব্যাপক উন্নয়ন হয়েছে।শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় আমরা ধারাবাহিক সাফল্য দেখাতে পারছি। এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন এমপি মহোদয়। এবছর রাতুল আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে। তার পড়াশুনার আগ্রহ অন্য ছাত্রদের চেয়ে তুলনামূলক ভালো ছিলো। আমাদের কৃতি ছাত্র হিসেবে মেডিকেলেও ভর্তির সুযোগ পেয়েছে। আমরা রাতুলের সার্বিক মঙ্গল কামনা করি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version