স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তুচ্ছ (ক্লাস নেওয়াকে) ঘটনাকে কেন্দ্র করে শ্রেণিণকক্ষে এক শিক্ষককে গলাধাক্কা ও অশালীন গালাগাল করার অভিযোগ ওঠেছে অপর শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার উপজেলা গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভূক্তভোগী শিক্ষক।
অভিযুক্ত শিক্ষকের নাম মু. আল আমিন। আর ভূক্তভোগী শিক্ষক মো. আবু ছালেক। তার দুজনই একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভূক্তভোগী শিক্ষক মো. আবু ছালেক জানান, বিদ্যলয়ের নানা অনিয়ম নিয়ে কথা বলার কারণে সহকর্মী আল আমিন আমার প্রতি ক্ষিপ্ত ছিল। দ্বিতীয় শেণির একটি ক্লাসে তুচ্ছ বিষয়ে আমার শার্টের কলার চেপে ধরে। এসময় বাপ-মাায়ের নাম নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে বুকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। শিক্ষার্থীদের সামনেই এমন ঘটনা ঘটিয়েছে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি।
অভিযুক্ত শিক্ষক মু. আল আমিন বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো তিনিই আমাকে বাবা-মা তুলে অশালীন ভাষায় গালাগাল করেছে। প্রধান শিক্ষকসহ স্কুলের অন্য শিক্ষকরা সবাই বিষয়টি অবহিত আছেন। এরআগেও বিভিন্ন সময়ে অনেকবার তিনি আমাকে অশালীন ভাষায় গালাগাল করেছেন। আমিও এ বিষয়ে শিক্ষক আবু ছালেকের নামে অভিযোগ করবো।
অভিযোগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, ঘটনা তদন্তে আগামীকাল (সোমবার) সহাকারী শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে যাবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।