দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কুষ্টিয়া প্রতিনিধি-

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সেই সাথে মাঠপর্যায়ে এই জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও জনগনকে সচেতন করতে কঠোর পরিশ্রম করে চলেছেন তাঁরা।

এ ব্যাপারে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ ইদ্রিস আলীর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পবিত্র রমজানে রাস্তা-ঘাটে নির্বিঘ্নে যান চলাচল অক্ষুন্ন রাখতে হাইওয়ে পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কতিপয় কিছু লোক তথা দালাল হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি হতে টাকা উত্তোলন করে যাচ্ছে। যদি প্রতিটি গাড়ির কাগজপত্র সঠিক থাকে তাহলে কেনো তারা পুলিশকে টাকা দিবে? তা আমার বোধগম্য নয়। সকল চালককে কাগজপত্র ঠিক রেখে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান তিনি।

ওসি ইদ্রিস সড়কে চলাচলকারী যানবাহনের মালিক শ্রমিক ও ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, হেলপার দ্বারা গাড়ি না চালিয়ে আপনারা অবশ্যই ড্রাইভার দিয়ে গাড়ি চালাবেন। মোটরসাইকেল আরোহী ও চালক দুজনই হেলমেড পরিধান করবেন। মোটরসাইকেলে কখনোই ৩ জন নিয়ে ভ্রমণ না করার অনুরোধের পাশাপাশি তিনি সকলকে সড়ক পরিবহন আইন মেনে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোরও অনুরোধ জানান। অন্যথায় তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান। তাছাড়া যদি কোনো জনসাধারন ক্ষতিগ্রস্থ হয় কিংবা হয়রানীর স্বীকার হয় তাহলে তৎক্ষণাৎ তার ০১৩২০-১৮৪১৯১ এই সরকারী নম্বরে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

এদিকে গত বছরের ৪ নভেম্বর চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন ইদ্রিস আলী। ইদ্রিস আলী যোগদানের পর থেকে গত ৩১শে মার্চ পর্যন্ত আনুমানিক ৫৬ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ। ইদ্রিস আলী যোগদানের পর এই থানার ইতিহাসে প্রতিমাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। সেই সাথে মহাসড়কে যদি কোনো গাড়ি দূর্ঘটনার স্বীকার হয় তবে রেকার সুবিধাসহ মহাসড়ক নিরাপত্তায় জনগণের পাশে থেকে ইদ্রিস আলী ও তার টিম আন্তরিকতার সহিত কাজ করে চলেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version