স্টাফ রিপোর্টার:
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি আছে, গাফলতি আছে, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আগামী বছর আমরা আবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণ করবো, তবে এটাকে স্থানীয় ভাবে নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরস্থ জয়কলস ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জের কিছু কিছু এলাকা অকাল বন্যায় তলিয়ে গেছে। আবার কিছু এলাকা রক্ষা পেয়েছে। হাওর, আগাম বন্যা, বাঁধ এই তিনটি বিষয়ে আমার সরাসরি অভিজ্ঞতা রয়েছে। কারণ আমি হাওর এলাকার সন্তান, সেখানেই বড় হয়েছি। বন্যা কোন বছর আসে, কোন বছর আসে না, এটা প্রকৃতির ব্যাপার। এবছর পানি এসেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফসলহানী থেকে রক্ষা পেয়েছে।
মন্ত্রী বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করেছেন। অল্প সময়ের মধ্যে ধান কেটে মাড়াই সহ কৃষক ঘরে ধান তুলতে পারছেন। আগামী ৭ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের ধান কেটে ঘরে তুলতে হবে বলে কৃষকদের পরামর্শ দেন তিনি।