মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত পৌনে আটটার দিকে ঐ উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের স্থানীয় সড়কের তিনপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, শাজাহানপুরের মাদলা থেকে যাত্রীবাহী একটি অটো গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিল। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন অটোযাত্রী নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ পাঁচজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।