সুরক্ষিত স্বাস্থ্য, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস/২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ বৃহস্প্রতিবার দুপুরে হাসপাতালের ডাক্তার, নার্স, ও স্টাফদের নিয়ে উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর নেতৃত্বে একটি র্যালী হাসপাতাল চত্তর প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সোলায়মান হোসেন মেহেদী। আবাসিক মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডাঃ হুসনিয়ারা পারভীনসহ হাসপাতাল মেডিকেল অফিসার, নার্সিং সুপার ভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।