দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাহে রমজান উপলক্ষে রাজধানীর আগারগাঁও এ অবস্থিত আইডিবি ভবনে কম্পিউটার ও ল্যাপটপের ফ্রি সার্ভিস দিচ্ছে বিশ্বনন্দিত ৭টি ব্র্যান্ড। বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এই ফ্রি সার্ভিস ফেস্ট চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।

সেবা মিলছে আইডিবি’র এসার, আসুস, এভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং এমএসআই এর নিজস্ব আলাদা আলাদা স্টলে ফ্রি সার্ভিস দিচ্ছে। ক্রেতাদের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির যাবতীয় সেবা সমূহ ফ্রিতে উপভোগ করতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে ৫ এপ্রিল, মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটি নিচ তলায় এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু)।

ফ্রি সার্ভিস ফেস্ট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য,  বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, রায়ান্স কম্পিউটার্স স্বত্তাধিকারি আহমেদ হাসান জুয়েল, বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি ও স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা, গ্লোবল ব্র্যান্ডের জিএম কামরুজ্জামান, এমএসআই বাংলাদেশের প্রতিনিধি ফারদিন হোসেন,  এসার এর স্থানীয় প্রতিনিধি খোরশেদ আলমসহ অন্যান্য ব্র্যান্ডের প্রতিনিধিরা।

এ সময় বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী (পিনু) বলেন, ক্রেতারা তাদের ক্রয়কৃত পন্যের সরাসরি ব্র্যান্ড থেকে সেবা নিতে চায়। এই বিবেচনায় সকল ব্র্যান্ডকে একসঙ্গে করে গ্রাহক সন্তুষ্টির লক্ষে আমাদের এই প্রয়াস। কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, মার্কেটে ক্রেতা সন্তুষ্টির লক্ষে সবসময় আমরা বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করি । এই আয়োজন সেই চেষ্টারেই ধারাবাহিকতা।

সার্ভিস ফেস্টের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, যেহেতু বিসিএস কম্পিউটার সিটি এদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট এবং ৯৫ শতাংশ ডিষ্ট্রিবিউটরের শোরুম এখানেই। তাই ক্রেতারা পণ্যের সঠিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষে এবং নির্দিষ্ট পন্যের জন্য নির্ধারিত কোম্পানি থেকে সরাসরি সমাধানের লক্ষেই আমাদের এই আয়োজন।

প্রসঙ্গত, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত মার্কেটে ক্রেতা সাধারণের জন্য থাকবে সব ধরনের পণ্যের উপর আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড় । এই সময় মার্কেটের নিচ তলায় প্রত্যেক ব্র্যান্ডের প্রদর্শনী বুথও থাকবে।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version