দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কেভিন ডে ব্রুইনের নান্দনিক গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। আতলেতিকো মাদ্রিদের শক্তিশালী দেয়াল ভেঙে জয় তুলে নেয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণ সামলে নিজেদের সীমানা থেকে বের হতেই পারছিল না সফরকারীরা। ম্যাচের প্রথমার্ধের শেষ ১০ মিনিটে তাদের মধ্যে খোলস ছেড়ে বেরিয়ে আসার কিছুটা প্রবণতা দেখা যায়। তবে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি কোনো পক্ষই। উত্তেজনাহীন প্রথমার্ধের পর ৪৭তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় সিটি। ইলকাই গিনদোয়ানের শট বাইরে পাঠান ডিফেন্ডার স্তেফান সাবিচ।

কর্নারের উড়ে আসা বল প্রতিপক্ষের পায়ে যাওয়ার আগে নিয়ন্ত্রণে নিয়ে একছুট দেন অঁতোয়ান গ্রিজমান। দারুণ কিছু হতে পারত, কিন্তু পেছনে ছুটে আসা গিনদোয়ানের চ্যালেঞ্জের মুখে সতীর্থকে পাস দিতে গিয়ে সুযোগটি নষ্ট করেন ফরাসি ফরোয়ার্ড। প্রবল চাপ ধরে রাখার সুফল ৭০তম মিনিটে পায় সিটি। রিয়াদ মাহরেজের বদলি নামা ফিল ফোডেন প্রতিপক্ষের তিন জনের মধ্যে থেকে দারুণ এক পাস বাড়ান ডি-বক্সে। বল ধরে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান বেলজিয়ান তারকা ডে ব্রুইনে।

৮০তম মিনিটে আবারও সুযোগ পান তিনি। তবে ডি-বক্সের মধ্যে তার শট রক্ষণে প্রতিহত হয়। দুই মিনিট পর সাইডলাইনের কাছে জ্যাক গ্রিলিশকে আতলেতিকোর ডিফেন্ডার সিমে ভারসালিকো ফাউল করেন। সিটি মিডফিল্ডার পড়ে থাকা অবস্থায় তার শরীরের কাছে থাকা বলে আনহেল কোররেয়া শট নিলে দুই দলের মাঝে উত্তেজনা ছড়ায়। ছুটে এসে দুই পক্ষকেই শান্ত করেন গুয়ার্দিওলা।

কোররেয়াকে হলুদ কার্ড দেখান রেফারি। শেষ দিকে আবারও দুই পক্ষের মধ্যে হট্টগোল বাঁধতে যাচ্ছিল। দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি ঠাণ্ডা করেন রেফারি। ভারসালিকো ও সিটি গোলরক্ষককে এদেরসন দেখেন হলুদ কার্ড। এরপরই বাজে শেষের বাঁশি। মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় আগামী বুধবার হবে ফিরতি লেগ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version