দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল মাদরাসার শিক্ষার্থী ও কুবি প্রেস ক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা ও সহকারী প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার নোবেল, বর্তমান সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহযোগী সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুবি প্রেস ক্লাবের ৫ম বর্ষে পদার্পণ করায় আমি এই ক্লাবের সর্বাত্মক মঙ্গল কামনা করি। সবার জন্য শুভ কামনা করছি। ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, কুবি প্রেস ক্লাব ক্যাম্পাস সাংবাদিকদের এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের শাণিত করার চেষ্টা করি। মোহ, ভয়, অসুস্থ প্রতিযোগিতাকে দূরে ঠেলে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে চাই৷ প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ বাসার বলেন, হাঁটি হাঁটি পা পা করে সাফলতার সাথে ৫ম বর্ষে পা রাখলো প্রিয় সংগঠনটি। এর পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে এই সংগঠন সেই প্রত্যাশা। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ সদস্যদের পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। উল্লেখ্য, আহবায়ক কমিটির মাধ্যমে ২০১৮ সালের ৪ এপ্রিল ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ৯ জন সদস্য নিয়ে যাত্রা করে এই সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য প্রশংসিত সংগঠনটির সাথে বর্তমানে ১৮ জন সদস্য কাজ করছে, পাশাপাশি রয়েছে ১৬ জন সহযোগী সদস্যও। সিনিয়র-জুনিয়রদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসে নিরলসভাবে সংবাদ উপস্থাপনের কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version