খোশ আমদেদ মাহে রমজান। আজ শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরী সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে এলো মাহে রমজান। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় আজ মগরিবের সময়ে পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে। আজ রাতেই তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল প্রথম রোজা। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ার কিছুক্ষণ আগে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে চূড়ান্ত ঘোষণা আসছে।