মায়ের নামে দশ গম্বুজ মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়িকা রোজিনা। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্মিত হয়েছে মসজিদটি। ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নামে দৃষ্টিনন্দন মসজিদটি তুরস্কের স্থাপত্য নকশার আদলে তৈরি করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদের উদ্বোধন করা হয়। পৌনে ২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণে সময় লেগেছে ২ বছর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ অনেকে।
গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা তিনি চেয়েছেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।