তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নিহতের স্বামী মোনারুল ইসলাম ও তার ছেলে আইয়ুব আলী। তারা ধর্মপুর (বেলেরভিটা) গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। রাতে মা আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আইয়ুব আলী। এরপর সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থাতে আদুরির লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে আদুরি বেগমের মৃত্যু হয়েছে। মরদেহের একাধিক স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলে আটক করা হয়েছে। এখন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।