দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

‘এপ্রিল ফুল’ শব্দদ্বয় ইংরেজি। এর অর্থ ‘এপ্রিলের বোকা’। ‘এপ্রিল ফুল’-এর ইতিহাস নিয়ে অনেক ঘটনা থাকলেও প্রত্যেকটি ঘটনার মূল বিষয়ই হচ্ছে ধোঁকাবাজি। অর্থাৎ ধোঁকাবাজির মাধ্যমে কিছু অর্জন করা হয়েছিল, আর সেটিকে স্মরণ রাখতেই ‘এপ্রিল ফুল’ দিবস পালন করা হয়।

‘এপ্রিল ফুল’ পালন ইসলামে বিবেক বর্জিত, আদর্শহীন, অসুস্থ ও বিকৃত সংস্কৃতি হিসেবে পরিচিত। স্পেনে মুসলিম নিধনের ইতিহাস হিসেবে যদি কেউ ‘এপ্রিল ফুল’ উদযাপন করে, তবে তা হবে সর্বকালের সেরা নিষ্ঠুর সংস্কৃতি।

বিশ্বব্যাপী ইংরেজি বছরের ১ এপ্রিল ‘মানুষকে বোকা বানানোর দিন’ হিসেবে ‘এপ্রিল ফুল’ পালন করা হয়। এদিন একে অন্যকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মজা করে। প্রতারণা ছাড়া এই দিবসটি উদযাপন করার সুযোগ নেই। তাই ইসলামে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। ‘এপ্রিল ফুল’ উদযাপনে তিনটি কবিরা গুনাহ সংঘটিত হয়। যে গুনাহগুলো এপ্রিল ফুল উদযাপনের মূল উপকরণ।

১) মিথ্যা কথা বলা
মিথ্যা ছাড়া কোনোভাবেই এপ্রিল ফুল উদযাপন সম্ভব নয়। এ মিথ্যা হলো সব পাপের জননী। মিথ্যা শুধু ইসলামেই ঘৃণিত অপরাধ নয় বরং দুনিয়ার সকল ধর্ম এবং সকল সভ্যতায় এটি ঘৃণিত ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনে মিথ্যুকের ওপর লানত করা হয়েছে। ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে, মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক।’ (সুরা আলে ইমরান: ৬১)

হাদিসে এসেছে- ‘মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে ‘মহামিথ্যুক’ বলে গণ্য হয়।’ (বুখারি: ৬০৯৪)

কেউ হয়ত বলবেন, আমরা সত্যিকারভাবে ‘মিথ্যা’ বলি না বরং মজা করার জন্য এপ্রিল ফুলে ‘মিথ্যা বক্তব্য’ পেশ করি। এ প্রসঙ্গেও প্রিয়নবী (স.) বলেছেন-  ‘সেই লোক ধ্বংস হোক! যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে। সেই লোক নিপাত যাক, সেই লোক নিপাত যাক!’ (তিরমিজি: ২৩১৫)

সুতরাং হাদিসে এ কথা প্রমাণিত যে, ইসলাম কোনোভাবেই মিথ্যা কথা সমর্থন করে না। হোক তা ইচ্ছাকৃত কিংবা দুষ্টুমির ছলে।

২) ধোঁকা বা প্রতারণা 
এপ্রিল ফুল পালনে একজন অন্যজনের সঙ্গে মিথ্যার সঙ্গে ধোঁকা বা প্রতারণামূলক কাজ করতে হয়, যা ইসলামে চরমভাবে ঘৃণিত ও দোষণীয় কাজ। প্রিয়নবী (স.) বলেছেন- ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)

মানব জাতির সঙ্গে প্রথম প্রতারণার আশ্রয় নিয়েছিল ইবলিস শয়তান। শয়তান আদম ও হাওয়াকে (আ.) প্ররোচনা, ধোঁকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করেছিল। কোরআনে বিষয়টি বর্ণিত হয়েছে এভাবে—‘অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাঁদের লজ্জাস্থান, যা তাঁদের কাছে গোপন ছিল, তাঁদের সামনে প্রকাশ হয়ে পড়ে। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেছেন এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও-কিংবা হয়ে যাও চিরঞ্জীব বা অমর। সে তাঁদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী।’ (সুরা আরাফ: ২০-২১)

৩) বিজাতীয় সংস্কৃতির অনুকরণ

বিজাতীয় সংস্কৃতি অনুসরণ ও অনুকরণ ইসলামে মারাত্মক অপরাধ। তা যদি হয় এপ্রিল ফুলের মতো মিথ্যা, ধোঁকা বা প্রতারণা, তবে সেই উৎসব পালন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে—

‘সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, আর খ্রিষ্টানদেরও না।’ ( তিরমিজি, সহিহুল জামে: ২৬৯৫)

তাই আসুন আমরা এই দিনে কারো সঙ্গে তাল মিলিয়ে মিথ্যা-খেলায় অংশ নেবো না। তথ্য-প্রমাণ ছাড়া কোনো কিছুর প্রচারে জড়াবো না। এই বিষয়েও হাদিসে নির্দেশনা আছে। রাসুলুল্লাহ (স.) বলেন—

‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতোটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (যাচাই না করে) তা বলে বেড়ায়।’ (সুনানে আবু দাউদ: ৪৯৯২)সুতরাং বিজাতীয় গুনাহের সংস্কৃতি ‘এপ্রিল ফুল’ প্রত্যাখ্যান করা এবং এপ্রিল ফুলকে না বলা মুমিন মুসলমানের জন্য ঈমানের একান্ত দাবি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিজাতীয় ঘৃণ্য মিথ্যা ও ধোঁকার সংস্কৃতি এপ্রিল ফুল থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version