দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দীর্ঘ ৮৮ বছর পর ফের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসুল্লিদের স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুত ঐতিহাসিক এই মসজিদ।

আগামীকাল শুক্রবার তুরস্কের আকাশে রমযান মাসের চাঁদ উদিত হলে রাত থেকেই আনুষ্ঠানিকভাবে তারাবি শুরু হবে।

১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করার পর ২০২০ সালের ২৪ জুলাই এটিকে আবারো মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয়া হয় কিন্তু সে বছর এখানে করোনা ভাইরাসের কারণে তারাবি অনুষ্ঠিত হয়নি। কেননা, গত দুই বছর তুরস্কের সব মসজিদেই জামাতে তারাবির নামাজ নিষিদ্ধ ছিল। তাই আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ফের তারাবি চালু হওয়াটা একটি ঐতিহাসিক মুহূর্ত।

করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার ফলে তুর্কিরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। সে জন্য দুই বছর পর আয়া সোফিয়াসহ দেশটির সব মসজিদে এ বছর ফের তারাবির নামাজ জামাতে চালু হচ্ছে।

মসজিদগুলোতে পবিত্র রমযান মাস উপলক্ষে আরো বেশ কিছু আয়োজনও থাকবে। পুরো রমযানজুড়ে কুরআন খতম, কুরআন দাওর, দোয়া, হামদ-নাত ও ওয়াজ মাহফিল চলবে।

ইস্তাম্বুল ইফতা বোর্ড জানায়, এ বছর শহরটিতে অন্তত ১৫৮টি মসজিদ দিনরাত ২৪ ঘণ্টা ইবাদতের জন্য খোলা থাকবে। খতম তারাবি হবে ৯৩টি মসজিদে। আর ৬৩টি মসজিদে কুরআনের তাফসীর অনুষ্ঠিত হবে। ২০৯টি মসজিদে পাঁচজন করে মুসুল্লি ইতিকাফ করবেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version