মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইজিবাইকের ভাড়া বৃদ্ধির কারনে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাদের এই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলে প্রায় ১ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে অবরোধ সড়িয়ে ফেলে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (মার্চ-৩১) দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা কালকিনি ভুরঘাটা সড়কে এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্থানীয় সাধারণ জনতা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, কালকিনি থানার মোড় থেকে ভুরঘাটা বাসস্টান্ড পর্যন্ত ইজিবাইক ভাড়া ছিল ১০ টাকা করে। আর থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ভাড়া ছিল ৫ টাকা করে। কিন্তু হঠাৎ করে ইজিবাইক-ভ্যানচালকরা সিন্ডিকেট করে থানার মোড় থেকে ভুরঘাটা পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ১০ টাকার পরিবর্তে তারা ১৫ টাকা এবং থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া উত্তোলন করা শুরু করে। এতে করে চরম বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। তাই অতিরিক্ত ভাড়া বন্ধের দাবিতে আমরা বিক্ষোভ করছি।
আলিমুল নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিদিন স্কুল কলেজে যেতে হয়। ইজিবাইক ও ভ্যান চালকরা সিন্ডিকেট করে হঠাৎ অতিরিক্ত ভাড়া আদায় করছে আমাদের কাছ থেকে। আমরা অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি জানাই। এরপরও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।
এ বিষয় জানতে চাইলে কালকিনি উপজেলা ইজিবাইক ইজারাদার ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে তিনি কিছু জানি না। ইজিবাইক চালকেরা নিজেরাই এই অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা সবাইকে নিয়ে একসাথে বসবো।