জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রামনাথ মন্ডল আপেল প্রতীকে ১১৮ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মীর সাজেদুল ইসলাম সাজু কলস প্রতীক নিয়ে ১২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জালাল উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল আকমাম ছাতা প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে উৎসব মূখোর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি সাধারণ সম্পাদক পদসহ ১২টি পদের মধ্যে ৯টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে বিনা নির্বাচিত হন ৩জন সদস্য। নির্বাচনে সমিতির ১৭৭ জন ভোটারের মধ্যে ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফলে অন্যান্যদের নির্বাচিতরা হলো সহ- সম্পাদক পদে দেলোয়ার হোসেন টিয়া পাখি প্রতীকে ৮৮ ভোট, সাংগাঠনিক সম্পাদক পদে বাবু মিয়া চেয়ার প্রতীকে ১১১ ভোট, দপ্তর সম্পাদক পদে লিটন হোসেন মোবাইল ফোন প্রতীকে ৯৮ ভোট এবং সদস্য পদে মহির উদ্দিন পাখা প্রতীকে ১০৪ ভোট, সাদ্দাম হোসেন আনারস প্রতীকে ৯২ ভোট, আনোয়ার হোসেন মোড়গ প্রতীকে ৯০ ভোট ও রাকিব হোসেন বই প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনিছুর রহমান সুবিন। নির্বাচনটি অবাধ ও সুষ্ট ও নিরেপক্ষে করার জন্য নির্বাচক পরিদর্শকের দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম।