স্তাদিও দো দ্রাগাওতে গতকাল ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বাঁচা মরার লড়াই। ইউরোজয়ী ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়া মেসেডোনিয়াও ছাড় দিয়ে কথা বলছিল না শুরুতে। তবে তারকায় ঠাসা পর্তুগাল চালাতে থাকে একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
ম্যাচের মাত্র ১৪ মিনিটেই মেসেডোনিয়ার বুকে কাপন ধরিয়ে দেন স্বাগতিক অধিনায়ক রোনালদো। তবে পর্তুগিজ গ্রেটের শট লক্ষ্যে না থাকলে সে দফা বেঁচে যায় অতিথিরা। ২৪ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে পর্তুগাল। ব্রুনোর কর্নারে ঠিকঠাক মাথা ছোঁয়ালেও বল চলে যায় বার ঘেষে।
তবে ৩২ মিনিটে ভক্তদের আর আক্ষেপে পোড়াননি রোনালদো-ব্রুনো জুটি। তাদের দারুণ ওয়ান টুতে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। রোনালদোর পাস থেকে বল জালে জড়িয়ে ম্যাচের প্রথম গোল করেন তার ম্যানইউ সতীর্থ ব্রুনো।
ম্যাচে কয়েক দফা সুযোগ পেলেও পর্তুগাল অর্ধে এসে বারবারই অগোছালো ফুটবল খেলেছে মেসেডোনিয়া। মাত্র ৩৫ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছিল তারা। বিরতির পরও একই রকম থাকে ম্যাচের চিত্র।
একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ৬৫ মিনিটে ডিয়েগো জটার দারুণ লং বল ভলিতে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রুনো। শেষ পর্যন্ত মেসোডোনিয়া কোন গোল শোধ করতে না পারলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।