দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে অর্ধদিবস হরতাল শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে সোমবার সকালে শাহবাগ ও পল্টন মোড় অবরোধ করেছে হরতাল সমর্থকরা। এর ফলে সড়ক দুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পল্টন মোড়ে থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকার যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার প্রতিবাদে মানুষ হরতালের সমর্থনে রাস্তায় নেমেছে। ভয় দেখিয়ে সরকার মানুষকে রাস্তা থেকে সরাতে পারবে না।

হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করার পর সকাল আটটার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। রাস্তায় কাঠ, ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। তাদের অবস্থানের কারণে সড়কটি দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজিব কান্তি বলেন, দ্রব্যের লাগামহীন দামের কারণে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সচেতন মানুষ হিসেবে আমরা বসে থাকতে পারি না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমর্থনে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি।

এদিকে বাম জোটের চলা হরতালেও খোলা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক দিনের মতোই চলছে দোকানপাট। প্রভাব নেই জনজীবনেও। শাহবাগ ও পল্টন মোড় ছাড়া ঢাকার সব সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। গত ১১ মার্চ এই হরতালের ডাক দেয় বাম জোট। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সেদিন হরতালের ডাক দেন। যদিও হরতাল ডেকে এখন দেশে নেই তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে দেশের বাইরে আছেন তিনি।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version