আবদুল হান্নান, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।
শনিবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চরফ্যাশন বাজারের শরীফপাড়া ইয়াকুব মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ওই মার্কেটের স্টিলের আলমিরার দোকানে আগুনের সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ছুটে আসেন চরফ্যাশনের ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে খবর দেয় পাশের উপজেলা লালমোহনের ফায়ার সার্ভিসের ইউনিটকে।
এরপর দুই উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ২টি পার্টসের দোকান , ৩টি স্টিলের আলমিরার দোকান, ২টি ইলেকট্রনিক্স দোকান, ১টি গ্লাসের দোকান, ১টি আয়রন ও ২টি লেপ-তোষকের দোকান।
চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী জানান, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে রবিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
ওই স্থানটিতে থাকা বৈদ্যুতিক খাম্বা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।