শেখ জহিরুল ইসলাম (নান্দাইল, ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে রক্তাক্ত অবস্থায় নিজ ঘর থেকে মাহফুজুর রহমান সাজিদ (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রবিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহফুজুর রহমান সাজিদ একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র । সে একটি মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করতো। লাশ উদ্ধারের ঘটনায় রহিমপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়ঃ নিহত সাজিদ মিয়ার বাবা শাহাব উদ্দিন মারা যাবার পর থেকে মা ইয়াসমিন আক্তার ও বড় ভাই রবিউল আউয়াল শুভ এক সাথে বসবাস করতো। গত দিন আগে মা ও ভাই পাশ্ববর্তী বাকচান্দা গ্রামে বেড়াতে চলে যায়। বাড়িতে সাজিদ একা থাকায় শনিবার দিবাগত রাতে কে বা কাহারা নিজ ঘরে চুরিকাঘাত করে হত্যা করে।
সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত সাজিদের মা ইয়াসমিন আক্তার বলেন, আমি বাড়িতে ছিলাম না। খবর শুনে বাড়িতে এসেছি। এসে ছেলের লাশ দেখতে হয়েছে।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল দ্যা মেইল বি ডিকে বলেন, ছেলেটি বাবা মারা যাওয়ার পর তার মা এবং দুই ভাই এক সাথে থাকতেও। শুনেছি তারা দুই দিন আগে বেড়াতে গিয়ে ছিলো সেই সুবাদে রাতের আধারে কে বা কারা তাকে মেরে ঘরে ফেলে রেখে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ খুনের ঘটনাটি নিশ্চিত করেন।