মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকেলে পাঁচবিবি পৌর পার্ক হতে উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদ জিহাদ মন্ডলের নেতৃত্বে একটি বিশাল র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পৌর পার্কে কেন্দ্রীয় স্মৃতি সৌধ চত্ত¡রে এক আলোচসভা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা পারভীন ঝর্না, উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।