মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট ডায়াবেটিক সমিতি। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর বন্দরবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট এর সহযোগীতায় সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ডায়াবেটিকস সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পদক লোকমান আহমদ, কোষাধ্যক্ষ এম এ মান্নান, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ, ডা. এটি এম জাফর, ডা. স্বপন কুমার দাস, ডা. রাশেদা চেীধুরী সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর এর উদ্বোধন করছেন সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব সহ নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সমিতির নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিকস সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করছেন সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব সহ নেতৃবৃন্দ।