ফরহাদ খোন্দকার ঃ ফেনী প্রতিনিধি ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে,৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় শুক্রবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেছেন। স্টার লাইন ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান মো: জাফর উদ্দিন জানান, শুধু জানি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না। ফ্যাক্টরিতে সেমাই, বিস্কুট, নুডুলস, কেক, চানাচুর, পাউরুটিসহ নানা রকম খাদ্যপণ্য তৈরি হয়। এই ফ্যাক্টরিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। আগুনে ফ্যাক্টরির পুরোটা পুড়ে গেছে। এতে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আশপাশের এলাকা থেকেও ফায়ার সার্ভিস ইউনিট গুলো এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখানে ফেনী সহ নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ১০টি ফায়ার সার্ভিস স্টেশনের ১৫টি ইউনিট ২০টি পাম্প দিয়ে প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনে। কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।